কবি তাবেদার রসুল বকুলের একক কবিতা পাঠের আসর
বাংলা ভাষাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে সাহিত্যের বিকল্প নেই : কবি রাগীব হোসেন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>কবি তাবেদার রসুল বকুলের একক কবিতা পাঠের আসর </span> <br/> বাংলা ভাষাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে সাহিত্যের বিকল্প নেই : কবি রাগীব হোসেন

নিউ সিলেট রিপোর্ট : সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট কবি রাগীব হোসেন চৌধুরী বলেছেন, রক্ত দিয়ে কেনা বাংলা ভাষা আমাদের গর্বের। এ ভাষাকে বিশ^ব্যাপী পৌঁছে দিতে সাহিত্যের কোনো বিকল্প নেই। কবি তাবেদার রসুল বকুল প্রবাসে থেকেও বাংলা ভাষার প্রচার প্রসারে নিয়মিত সাহিত্য সাধনা করে যাচ্ছেন। কবিতার পাশাপাশি গবেষণাকর্মেও তিনি পাঠকের হৃদয় জয় করেছেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাসের অন্যতম বীরোচিত কাপ্তান মিঞার নাম ও কর্ম পৌঁছানো দরকার। এ ব্যাপারে তাবেদার রসুল বকুল মনোযোগি হলে আনন্দিত হবো। সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত কবি তাবেদার রসুল বকুলের একক কবিতা পাঠের আসরে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো. মকুব আলী, আল-ইসলাহ সম্পাদক গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি ধ্রুব গৌতম।
গল্পকার ও সাংবাদিক তাসলিমা খানম বীথির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপন অ্যাডভোকেট। একক কবিতা পাঠের আসরে বক্তব্য ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি ইছমত হানিফা চৌধুরী, কবি সুফিয়া জমির ডেইজি, বিশিষ্ট ব্যাংকার ও কবি শাহেদ আব্দুর রকীব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ছড়াকার এখলাসুর রহমান, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, কবি রাহনুমা শাব্বীর চৌধুরী, কবি ছয়ফুল আলম পারুল, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি মাছুমা টফি একা, কবি কামাল আহমদ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ, সাংবাদিক এমরান ফয়সল, জুবের আহমদ সার্জন, এনায়েতুর রহমান নিরুপম, মুহাজির হোসাইন চৌধুরী, মনজুর আহসান, আতিকুর রহমান, ইফতেখার চৌধুরী, মাহবুব এলাহী প্রমূখ।



This post has been seen 241 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১