প্রবীন নেতা আব্দুস সাত্তারের মৃত্যুতে সিলেট মহানগর আ.লীগের শোক

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

প্রবীন নেতা আব্দুস সাত্তারের মৃত্যুতে সিলেট মহানগর আ.লীগের শোক

নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগরীর আওতাধীন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীন নেতা আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুস সাত্তার এলাকার সবার প্রিয় একজন মানুষ ছিলেন। সবার সাথে হাসি মুখে মিলে-মিশে চলতেন। তিনি দলের দু:সময়ে তাঁর উপস্থিতি ছিল সরব। বর্তমানেও দলের যেকোন প্রয়োজনে তিনি ছুটে আসতেন। কখনো তিনি দল বিমুখ হন নি। আজ তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিত প্রাণ হারালো। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
শোক প্রকাশ করেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও শোক প্রকাশ করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সিলেট-৩, আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান জামিল, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক মুশফিক জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আলম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সয়েফ খান, সধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক এড. আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, লালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত হোসেন, লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজাদ মিয়া, সাধারণ সম্পাদক জুবের আহমদ খান প্রমুখ।



This post has been seen 189 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১