সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
রিপোর্ট : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম বলেছেন, দক্ষিণ সুরমা তথা সিলেট-৩ আসন এলাকায় আমার নাড়ীর সম্পর্ক। আমি ব্যক্তিগত বিভিন্ন ভাবে এই এলাকার মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিগত কয়েক বছর সিলেটের অন্যান্য এলাকায় যতটুকু উন্নয়ন হয়েছে তার তিন ভাগের একভাগও আমার এই এলাকায় হয়নি। সিলেট- ৩ আসনের মানুষ তার কাঙ্খিক্ষত উন্নয়ন থেকে এখনও বঞ্চিত রয়েছে, আমি তাদের কাঙ্খিক্ষ মানোন্নয়নে কাজ করতে চাই।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার গত ১৫ বছর উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে, যদিও তাদের নেতাদের উন্নয়ন হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই ৩১ দফা অবশ্যই বাস্তবায়িত হবে।
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, অন্তবর্তীকালিন সরকার একটা অবাধ, সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করে একটি নির্বাচন উপহার দেবেন। বিএনপির পক্ষ থেকে অন্তবর্তীকালিন সরকারকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আমিও একজন প্রার্থী। আশাকরি দল আমাকে নিরাশ করবে না। আমি কাজ করতে চাই, এজন্য সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামীলীগ পালালেও তার প্রেত্মারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর যদি দলের দায়িত্বশীল কেউ হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে এক বিন্দু ছাড় দেয়া হবে না, তিনি যত বড় নেতা হয়ে থাকেন না কেন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, হাবিবা আক্তার, দৈনিক কাজির বাজারের দক্ষিণ সুরমা প্রতিনিধি এম. আলী হোসাইন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেশটিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ও আইনী সহায়তা সেল সিলেট-৩ এর সমন্বয়ক এডভোকেট আব্দুল হাই রাজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মখসুদুল করিম নোহেল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক জেবুল আহমদ, সদস্য জমির আলী, মহানগর ছাত্র দলের সদস্য সাগর খান প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি