সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক:::: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মাসিক সমন্বয় সভায় এমপি ও উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিজ কার্যালয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন উপজেলা চেয়ারম্যান। রোববার দুপুরের দিকে তাড়াশ উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
আহত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
পরে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা শহরের বিভিন্ন সড়কে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এমপির সমর্থকেরা।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, মাসিক সমন্বয় সভায় স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের বিরুদ্ধে কয়েকজন ইউপি চেয়ারম্যান বক্তব্য রাখেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংসদ সদস্য সভা ত্যাগ করেন।
তিনি আরো জানান, সভা শেষ হওয়ার পর উপজেলা চেয়ারম্যান আব্দুল হক তার নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানগণকে সাথে নিয়ে বৈঠক করছিলেন। দুপুরের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
এ বিষয়ে সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনের স্ত্রী ডেইজী মিলন জানান, সদর ইউপি চেয়ারম্যান বাবুল ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেনের বিরুদ্ধে থানায় জিডি হওয়ায় মাসিক সমন্বয় সভায় ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা। এ সময় সংসদ সদস্য প্রতিবাদ করায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের ইন্দনে ওই চেয়ারম্যানরা এমপির বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন।
তিনি আরো জানান, একপর্যায়ে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ অবস্থায় এমপি সমন্বয় সভা ত্যাগ করেন। তারপর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কি হয়েছে সে বিষয়ে আমরা কেউ অবগত নই। এমপির নির্দেশে তার উপর হামলার ঘটনা ঘটেনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সন্ত্রাসী হামলার ঘটনার করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি