ট্রাম্পই’ জিতবেন

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

ট্রাম্পই’ জিতবেন

নিউ সিলেট ডেস্ক:::   মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শুরু থেকেই নির্বাচন বিশ্লেষকরা হিলারি ক্লিনটনকে এগিয়ে রেখেছেন। জনমত জরিপে ট্রাম্প সব সময়েই পিছিয়ে ছিল। কিন্তু শেষমেশ রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পই জিতবেন বলে মনে করছেন আমেরিকার এক অধ্যাপক।
৩০ বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে আসছেন আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেন জে লিখটম্যান এবং প্রতিবারই তার অনুমান সঠিক হয়েছে।
এবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন মার্কিন এই এক অধ্যাপক। তিনি বলেছেন, অধিকাংশ জরিপে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও শেষমেশ রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই জয় লাভ করবে।
তবে এবারের নির্বাচনে অধ্যাপক অ্যালেনের ভবিষ্যদ্বাণী সঠিক হবে কি না তার জন্য ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আমেরিকার এই অধ্যাপক মনে করেন, এবার ট্রাম্পই প্রেসিডেন্ট হচ্ছেন। গত মাসে লিখটম্যান ওয়াশিংটন পোস্টকে দেয়া তার সর্বশেষ এক সাক্ষাৎকারে এই ভবিষ্যদ্বাণীর কথা জানান।
তবে প্রথাগতভাবে জনমত জরিপ, ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন কিংবা রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে ভবিষ্যদ্বাণী করেন না লিখটম্যান।
তার নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে, সত্য/মিথ্যা যাচাইনির্ভর এ প্রক্রিয়াকে তিনি হোয়াইট হাউসের চাবিকাঠি বলে মনে করেন। এবারের নির্বাচন নিয়ে ইতিমধ্যে তিনি একটি বইও লিখেছেন। ‘প্রেডিক্টিং দ্য নেক্সট প্রেসিডেন্ট : দ্য কিজ টু দ্য হোয়াইট হাউস ২০১৬’ বইয়ে লিখটম্যান নিজের কৌশলের বর্ণনা দিয়েছেন। তাতে তিনি প্রধানত ১৩টি বিষয়ের ওপর নজর রেখে নিজের ভবিষ্যদ্বাণী করেছেন। এই ১৩টি প্রশ্নের সত্য/মিথ্যা উত্তরের ভিত্তিতেই তার দাবি, ট্রাম্প এবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন



This post has been seen 444 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১