এবার ইতালি কাঁপল ৭.১ মাত্রার ভূমিকম্পে

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

এবার ইতালি কাঁপল ৭.১ মাত্রার ভূমিকম্পে

নিউ সিলেট ডেস্ক:::   আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি। আজ রবিবার স্থানীয় সময় সকাল সাতটা ৪০ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্রতা ছিল ৭ দশমিক ১, ইতালির যে দুই শহরে ভূমিকম্পটি আঘাত হানে- পেরসি ও নোসেরিয়া শহরে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৫ । উমব্রিয়া, পেরুজা, লাছিওতে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয় ।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পর রাজধানী রোমের বাসিন্দারাও ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, আজ যে ভূমিকম্পটি আঘাত হানে, সেটির উৎপত্তিস্থল মধ্য ইতালির উমব্রিয়া অঞ্চলের রাজধানী পেরুগিয়ার ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্রস্থল মাটির ১০৮ কিলোমিটার গভীরে।
এর আগে ২৬ অক্টোবর দিবাগত রাতে ইতালির মধ্যাঞ্চলের মাচেরাতো প্রদেশে দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছিল, যার প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। দুই ঘণ্টা পর আঘাত হানা দ্বিতীয়টির মাত্রা ছিল ৬ দিশমিক ১, ওই ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। চার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ।
উসিতা শহরের মেয়র জানান, তার শহর দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে একেবারে ধ্বংস হয়ে গেছে । ৯০ শতাংশ ঘর বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে ।



This post has been seen 446 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১