সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক:::: সিরিয়া যুদ্ধে অংশগ্রহণের খেসারত হিসেবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ পেল না রাশিয়া। সদস্যপদ লাভের জন্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখাত হয়েছে।
পশ্চিম ইউরোপীয়ান দেশগুলোর জন্য বরাদ্দ দুটি আসনের মধ্যে একটির জন্য রাশিয়া প্রস্তাব দিয়েছিল। কিন্তু হাঙ্গেরি ও ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় রাশিয়া।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল গঠনের পর গত এক দশকের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো সদস্যের হেরে যাওয়ার ঘটনা এবারই প্রথম। সিরিয়ার পশ্চিম অ্যালেপ্পোতে বোমা হামলার কারণে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদের মুখে এরকম একটি ঘটনা ঘটল।
এদিকে, ইয়েমেনে বোমা হামলায় উচ্চ পর্যায়ের বেসামরিক জনগণকে হত্যা করার কারণে মানবাধিকার গ্রুপগুলো সৌদি আরবের বিরুদ্ধেও প্রচারণা চালায়। তারপরও এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সংরক্ষিত চারটি আসনের মধ্যে একটি পেয়েছে সৌদি আরব।
মোট ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ শুক্রবার ৪৭ জাতিগোষ্ঠীর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল গঠনে ১৪ সদস্যকে নির্বাচিত করে।
জাতিসংঘ মহাসচিব অ্যালেপ্পোর বর্তমান অবস্থার জন্য নিরাপত্তা পরিষদকে দায়ী করে বলেছেন, ‘এটা আমাদের প্রজন্মের লজ্জা’।
ব্রাজিল, চীন, কিউবা, মিশর, ইরাক, জাপান, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তিউনেশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।
কূটনৈতিক বিপত্তির কারণে রাশিয়াকে এবার ভূগতে হচ্ছে।
ক্রেমলিন জানিয়েছে, অ্যালেপ্পোতে প্রয়োজন না হলে রাশিয়ান সেনাবাহিনীকে ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি