কষ্ঠে জিতল বার্সেলোনা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

কষ্ঠে জিতল বার্সেলোনা

নিউ সিলেট ডেস্ক:::   পয়েন্ট তালিকার তলানিতে থাকা গ্রানাডার বিপক্ষে বার্সেলোনা বড় ব্যবধানের জয় পাবে, এমনটাই আশা ছিল সমর্থকদের। কিন্তু নিচের সারির এই ক্লাবের বিপক্ষে বেশ কষ্ট করেই জিততে হয়েছে কাতালানদের। দ্বিতীয়ার্ধে রাফিনহার দর্শনীয় এক গোলের সুবাদে ১-০ গোলের জয় পেয়েছে বার্সা।
ন্যু ক্যাম্পে দাপুটে ফুটবল খেললেও গোলের দেখা পেতে বেশ কষ্টই হয়েছে মেসি-নেইমার-সুয়ারেজদের। প্রথমার্ধ কেটেছিল গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের মাথায় বার্সা পেয়েছে কাঙ্ক্ষিত গোলটি। নেইমারের শট ফিরে এসেছিল গোলপোস্টে লেগে। ফিরতি বলটা দারুণ এক বাইসাইকেল কিক করে জালে জড়িয়ে দিয়েছেন রাফিনহা। শেষ পর্যন্ত এই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে গতবারের শিরোপাজয়ীরা।
কষ্টার্জিত এই জয় নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন কোচ লুইস এনরিকে। তবে বার্সার পক্ষে যে প্রতি ম্যাচেই বড় ব্যবধানে জেতা সম্ভব নয়, সেটাই সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন স্প্যানিশ এই কোচ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা আমাদের সেরা দিন ছিল না। কিন্তু আমি তিন পয়েন্ট পেয়ে খুশি। আমি অবশ্যই বড় ব্যবধানে জিততে চাই। কিন্তু সেটা প্রতি ম্যাচেই সম্ভব না।’
কষ্ট করে জিততে হলেও পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে বার্সার। ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লুইস এনরিকের শিষ্যরা। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। রোববার ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ভর করে আলাভেজকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। লা লিগার অপর ম্যাচে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদও। মালাগাকে ৪-২ গোলে হারানোর পর আতলেতিকো আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা সেভিয়ার ঘরেও জমা হয়েছে ২১ পয়েন্ট।



This post has been seen 401 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১