কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ‘জেএমবির আঞ্চলিক কমান্ডার নিহত

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ‘জেএমবির আঞ্চলিক কমান্ডার নিহত

নিউ সিলেট ডেস্ক::::    কুষ্টিয়া সদরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে কুলু মোল্লা (৩০) নামে একজন নিহত হয়েছেন।
উপজেলার কবুরহাট এলাকায় রোববার রাত ৩টার দিকে কথিত এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের দাবি, কুলু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) আঞ্চলিক কমান্ডার ছিলেন। এ সময় ডিবি পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি, রামদা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেএমবির কয়েকজন সদস্য উপজেলার কবুরহাট এলাকায় সোবাহান শেখের ধানের চাতালের পেছনে নাশকতা সৃষ্টির উদ্দেশে জড়ো হয়েছে। গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা ও গুলির খোসা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে এসআই হালিম, এএসআই রশিদ ও আনোয়ারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের অপর একটি সূত্রে জানা গেছে, ২০ মে কুষ্টিয়া শহরতলীর বটতৈল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি নিহত জেএমবি নেতা কুলু মোল্লা। তিনি সদর উপজেলার খাজানগর পূর্ব মাঠ পাড়া এলাকার কন্দু মোল্লার ছেলে



This post has been seen 366 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১