কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক::::   গ্লুকোমা আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে কবি হেলাল হাফিজের সাক্ষাৎ হয়। এ সময় প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
রাতে হেলাল হাফিজ জানান, বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে ফোন করা হয়। তারপর সন্ধ্যায় গাড়িতে করে তাকে গণভবনে নেওয়া হয়।
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেন। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, এবং তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরীও উপস্থিত ছিলেন।
নুজহাত চৌধুরীর তত্ত্বাবধনে চিকিৎসা চলবে। আর যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই পাঠানো হবে জানান কবি হেলাল হাফিজ।
গ্লুকোমা আক্রান্ত হয়ে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে হেলাল হাফিজের। অন্য চোখটির অবস্থাও সংকটাপন্ন।



This post has been seen 336 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১