দলে কোণঠাসাদের কমিটিতে আনা হয়েছে : কাদের

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

দলে কোণঠাসাদের কমিটিতে আনা হয়েছে : কাদের

নিউ সিলেট ডেস্ক:::   বিভিন্ন কারণে কোনঠাসা হয়ে থাকা দলের নেতাকর্মীদের খুঁজে এনে এবার আওয়ামী লীগের কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি উদ্যোগে নবনির্বাচিত কমিটিকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।
কাদের বলেন, ‘কেউ কেউ নানান কথা বলে, অনেকে আবার বলে এই কমিটিতে ফরিদপুরের নেতাকর্মী বেশি। কার বাড়ি ফরিদপুর আর কার বাড়ি ঢাকা এটা দেখে তাদের নেতা বানানো হয়নি।’
সাধারণ সম্পাদক বলেন, ‘ফরিদপুরের বেশি হলে, তা হয়েছে তাদের যোগ্যতায়। ফরিদপুরের নেতাকর্মীরা ত্যাগ করবে আর আপনি মূল্যায়ন করবেন না, আমি এতে একমত না |
ওবায়দুল কাদের বলেন, ‘নানা কারণে পার্টির অনেক ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে ছিলেন। আমাদের নেত্রী তাদের টেনে নিয়ে এসেছেন।’ তিনি বলেন, ‘দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে, সামনের নির্বাচনের কথা মাথায় রেখে, দুই ধরনের লোক প্রয়োজন। এক যারা দলের সম্পদ আর এক হলো শক্তি। এই দুয়ের সমন্নয় ঘটিয়ে আমরা এগিয়ে যাবো।’
২০১৯ সালের নির্বাচনের কথা তুলে ধরে নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করতে হবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ নবনির্বাচিত নেতারা।



This post has been seen 332 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১