বহু অপেক্ষিত ভোট দিলেন ছিটমহলবাসী

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

বহু অপেক্ষিত ভোট দিলেন ছিটমহলবাসী

নিউ সিলেট ডেস্ক::::   জীবনের প্রথম ভোট দিতে পেরে আমি ও আমার পরিবারের সদস্যরা অনেক খুশি। আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা যেন বিলুপ্ত ছিটমহলবাসীর উন্নয়নের দিকে খেয়াল রাখেন এই প্রত্যাশা রাখছি।’ কথাগুলো বলছিলেন বিলুপ্ত ছিটমহলবাসী আব্দুল কাদের। এ বছর বাংলাদেশি হিসেবে ৬৮ বছর পর ভোট দিলেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৮৪টি ভোটকেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল ৮টায়।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া অন্তর্ভুক্ত ফুলবাড়ী, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার ১০টি বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত পাথরডুবি, শিলকুড়ি ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে একযোগে এই ভোটগ্রহণ চলছে।
এ দুই উপজেলার ৬ ইউনিয়নে মোট ১ লাখ ৩৫ হাজার ১৪৬ জন ভোটার। এর মধ্যে ১২টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে জনবসতিপূর্ণ ১১টি বিলুপ্ত ছিটমহলের ৩ হাজার ২০৭ জন ভোটার বাংলাদেশি নাগরিক হিসেবে এই প্রথম ভোট দিচ্ছেন।
এর মধ্যে ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ছিটবাসীদের ভোট প্রয়োগের জন্য একটি ভোটকেন্দ্র খোলা হয়েছে।
দাসিয়ারছড়ার কালীরহাট সংলগ্ন শেখ ফজিলাতুন নেছা দাখিল মাদ্রাসায় এই ভোটকেন্দ্রে সকাল থেকে বিলুপ্ত ছিটমহলবাসী শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করা শুরু করেছেন।
জীবনের প্রথম ভোট দেওয়ার এক আনন্দঘন মুহূর্ত এখানে বিরাজ করছে। সারিবদ্ধভাবে বয়োঃবৃদ্ধসহ সকলে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার সুযোগ নিচ্ছেন। এ কেন্দ্রে তিনটি বুথ করা হয়েছে।
বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা কেতারু মামুদ (১১০) জীবনের শেষ সময়ে প্রথমবারের মতো ভোট প্রয়োগ করেছেন। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আজ জীবনে প্রথম ভোট দিলাম।’
ছিটবাসিন্দা হাসিনা বেগম (৩৫) বলেন, আমরা জীবনের প্রথম একটি সুন্দর পরিবেশে ভোট দিতে পারলাম। আমাদের ভোটে নির্বাচিতরা যেন আমাদের সত্যিকারের সেবা করতে পারে এই প্রত্যাশা করছি।
জানা গেছে, এই বিলুপ্ত ছিটমহলের ৬ ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২০১ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেহেতু এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিলুপ্ত ছিটমহলের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সেহেতু তাদের জীবনের এই প্রথম ভোট স্মরণীয় করে রাখতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটের ব্যবস্থা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ডা. তবারক উল্ল্যাহ জানান, বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত ৬ ইউনিয়নে সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটারদের ভোট প্রয়োগের জন্য পুলিশ প্রশাসন যথারীতি ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।



This post has been seen 403 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১