সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক:::: ক, খ, গ ও চ ইউনিটের ধারাবাহিকতায় বিভাগ পরিবর্তনের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও বাজে ফলাফল করেছে ভর্তিচ্ছুরা। এই ইউনিটে ফেল করেছে ৯০ শতাংশেরও বেশি। পাসের হার নয় দশমিক ৮৩ শতাংশ।
গত শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার চার দিনের মাথায় মঙ্গলবার ঘোষণা করা হলো ঘ ইউনিটের ফলাফল।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস কক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
ঘ ইউনিটে তিনটি অনুষদ বিজ্ঞান, ব্যবসা ও মানবিক তিনটি শাখার সমন্বয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এই ইউনিটে পরীক্ষা দিয়েছিল মোট ৭৬ হাজার ৯৮৯ জন। এদের মধ্যে পাস করেছে মোট সাত হাজার ৫৬৬ জন। ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৪১৪ জন। বাকি নয় জনের পরীক্ষা বাতিল হয়।
এর মধ্যে বিজ্ঞান অনুষদে নয় দশমিক ২৯, মানবিক অনুষদে ১৯ দশমিক ৩৪ ও ব্যবসায় অনুষদে ছয় দশমিক ৫০ শতাংশ পাস করেছে
গত ২৮ অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এ বছর আসন রাখা হয়েছে মোট এক হাজার ৫৪০টি। এর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৯৭টি আসনের বিপরীতে পাস করেছে চার হাজার ১০১ জন, মানবিকে ৫৩ টি আসনের বিপরীতে পাস করেছে দুই হাজার ১৪৯ আসন এবং ব্যবসায় ৩৯০ আসনের বিপরীতে পাস করেছে এক হাজার ৩১৬। এছাড়া ৯ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের খ ইউনিটেও ৯০.৪৫ শতাংশ, বাণিজ্যের গ ইউনিটে ৯৪.৪৮ শতাংশ, চারুকলা অনুষদের চ ইউনিটে প্রায় ৯৭.৫৩ শতাংশ এবং বিজ্ঞানে প্রায় ৮৭.৪৫ শতাংশ শিক্ষার্থী ফেল করে।
উচ্চ মাধ্যমিকে ভালো করলেও উচ্চ শিক্ষায় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের খেই হারিয়ে ফেলা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে শিক্ষাঙ্গনে। সমালোচকরা বলছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়াশোনার মান ভালো না হওয়ায় এই দুর্গতির চিত্র উঠে আসছে উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে।
এই বিপুল পরিমাণ শিক্ষার্থীর ফেল করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনের বিপরীতে ৪০ জন আবেদন করেছে। এক ঘণ্টায় তারা একটা বাছাই করছেন— কী করে ৩৯ জনকে বাদ দেওয়া যায়। এটা পাস-ফেলের প্রশ্ন নয়, এটা বাছাইয়ের প্রশ্ন।’ মন্ত্রীর দাবি, ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়।
শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘প্রশ্ন একাধিক শিক্ষকের সমন্বয়ে নিরীক্ষার মাধ্যমে করা হয়। সেখানে গাইড থেকে প্রশ্ন করার সুযোগ নেই। গাইডে যেটা করা হয় বিগত সালের প্রশ্নের মডেলগুলো দেয়া হয়।’
খ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠেছে এ বছর। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন কখনো ফাঁস হয় না। তবে পরীক্ষা শুরু হওয়ার পরে জালিয়াতি চক্র ডিভাইসের মাধ্যমে উত্তর পাঠানোর চেষ্টা করছে বলে দেখা যাচ্ছে। এসব চক্র ধরার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা শিগগিরই তাদেরকে ধরবে বলে আশা করছি।’
ভর্তি প্রক্রিয়া শুরু ৭ নভেম্বর
পাস করা শিক্ষার্থীদের আগামী ৭ নভেম্বর বিকাল তিনটা থেকে ১৪ নভেম্বর বিকাল তিনটার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে চয়েজ ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরা ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এই সংক্রান্ত ফলাফল আগামী ৬ নভেম্বর অনুষদ অফিসে প্রকাশ করা হবে।
ঘ ইউনিটের বিষয় মনোয়নের তথ্য আগামী ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
অনলাইনে ফলাফল দেখার নিয়ম
অনলাইনে ফলাফল দেখতে বিশ্ববিদ্যালয়ের http:// admission.eis.du.ac.bd ঠিকানায় প্রবেশ করে উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন, এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করে ফলাফল জানা যাবে।
মোবাইল থেকে ফলাফল দেখার নিয়ম
যেকোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস GHA স্পেস ROLL NUMBER টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ ফলাফল পাওয়া যাবে।
নমুনা- DU GHA 708840 > 16321
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি