বাংলাদেশ দলকে বার্নিকাটের স্যালুট

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

বাংলাদেশ দলকে বার্নিকাটের স্যালুট

নিউ সিলেট ডেস্ক::::::  এ মুহূর্তে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় ‘স্যালুট’। মিরপুর টেস্টে বেন স্টোকসকে বোল্ড করে স্যালুট করেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্যালুটের ছবি ভাইরাল হতে সময় লাগেনি। অনেকেই স্যালুট দেওয়া ছবি পোস্ট করছেন নিজের ফেসবুক পেজে। এমনকি মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটও স্যালুট করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে।
ইংল্যান্ডের বিপক্ষে এর আগে ৯টি টেস্ট খেললেও জয় তো দূরের কথা, ড্র-ও করতে পারেনি বাংলাদেশ। তবে মিরপুরে সব হিসাব পাল্টে দিয়েছেন মুশফিক-সাকিবরা। তরুণ মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিজাদুতে ইংল্যান্ডকে সম্মোহিত করে বাংলাদেশ পেয়েছে ১০৮ রানের ঐতিহাসিক জয়।
এমন দুর্দান্ত সাফল্যে সারা দেশের মানুষ আনন্দে অধীর। মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটও উচ্ছ্বসিত। তাঁর স্যালুট করা একটি ছবি অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সঙ্গে লিখেছে, ‘ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেট : দ্য টাইগারকে রাষ্ট্রদূত বার্নিকাটের অভিনন্দন।’
বার্নিকাটের বাংলাদেশপ্রীতি অবশ্য নতুন কিছু নয়। গত মাসে এক ভিডিওবার্তায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। নীল রঙের ঢাকাই জামদানি পরে তিনি বাংলায় বলেছিলেন, ‘সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’ সেই ভিডিওটি আলোড়ন তুলেছিল সেই সময়।



This post has been seen 388 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১