শুধু দেশের মাটিতে নয়, আমরা বাইরের দেশেও সেরা হবো

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

শুধু দেশের মাটিতে নয়, আমরা বাইরের দেশেও সেরা হবো

নিউ সিলেট ডেস্ক:::   বয়স মাত্র ১৯ বছর। আর এই বয়সেই ভেঙে ফেলেছেন ১২৯ বছরের রেকর্ড। আর তাঁর দুর্দান্ত বোলিংয়ে কুপোকাত হয়েছে ক্রিকেট জনকের দেশ ইংল্যান্ড। সেই মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হচ্ছে এখন ক্রিকেট বিশ্বের সর্বত্র। দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও বাংলাদেশকে জেতাতে চান মিরাজ।
আজ সোমবার হোটেল র‍্যাডিসন থেকে বের হচ্ছিলেন মিরাজ। আর তখনই সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে।
মিরাজ বলেন, ‘ম্যাচ জিতলে মনে অনেক শান্তি লাগে, যে বাংলাদেশ জিতেছে। এটাই অনেক বড় পাওয়া। আমরা যদি বাইরে অনেক ভালো কিছু করি তাহলে প্রমাণিত হবে বাংলাদেশ শুধু দেশের মাটিতে সেরা নয়, বাইরের দেশেও সেরা।
ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে মোট ১৯ উইকেট নিয়েছেন মিরাজ। চট্টগ্রামে অভিষেক টেস্টেই নিয়েছেন সাত উইকেট এবং পরে মিরপুর টেস্টে নিয়েছেন ১২ উইকেট। দ্বিতীয় টেস্টে সাকিবকে সঙ্গে নিয়ে ধসিয়ে দেন কুকদের ব্যাটিং স্তম্ভ। আর এতেই নিশ্চিত হয় ঐতিহাসিক জয়। ম্যাচ ও সিরিজ সেরাও হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাবেক এই অধিনায়ক।



This post has been seen 416 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১