পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনার গোলাগুলিতে নিহত

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনার গোলাগুলিতে নিহত

নিউ সিলেট ডেস্ক ::::::   ভারতের জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত এবং দুজন নারী আহত হয়েছেন। খবর এনডিটিভির।
সোমবার সকালে ভারতের পুঞ্চ এবং রাজৌরি জেলার কয়েকটি গ্রাম ও সীমান্ত পোস্ট লক্ষ্য করে পাক বাহিনী গুলি ও মর্টার শেল নিক্ষেপ করে। এতেই হতাহতের এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলীয় কমান্ডের সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাজৌরি সেক্টরে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে একজন ভারতীয় সেনা নিহত হয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জেএস জোহর জানান, পুঞ্চ সেক্টরে গোলাগুলিতে দুজন নারী আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জম্মু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সার্জিকাল স্ট্রাইক হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ৬০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা।



This post has been seen 409 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১