সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: দেশের নামিদামি, প্রভাবশালী সব কোম্পানিকে পেছনে ফেলে ২০১৫-১৬ করবর্ষে সেরা করদাতাদের মধ্যে সবার উপরে আছেন মাত্র আড়াই হাজার টাকার ব্যবসায়ী হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া। এ ছাড়া শীর্ষ নারী করদাতাদের মধ্যে প্রথম স্থানে আছেন খাজা তাজমহল। সেরা তরুণ করদাতার তালিকায় সবার উপরে আছেন কবির হোসেন শিমুল।
জানা গেছে, তিন বিভাগেই সেরা করদাতা নির্বাচন করা হয়েছে স্ব স্ব বিভাগে সর্বোচ্চ কর প্রদানের ভিত্তিতে। এ ক্ষেত্রে বয়স, নারী-পুরুষ নির্বিশেষে করা সেরা করদাতার তালিকায় আছেন পাকিস্তান আমলে মাত্র আড়াই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। এ নিয়ে টানা তিন বার তিনি শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন।
কাউস মিয়া জানান, ১৯৫০ সালে মাত্র আড়াই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। বানানো শুরু করেন শান্তিপুরী জর্দা। পরে ১৯৯৬ সালে নাম পরিবর্তন করে রাখেন হাকিমপুরী জর্দা। বর্তমানে বিভিন্ন ব্যবসা আর জায়গা-জমি মিলিয়ে প্রায ১০ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তার। চাঁদপুরে ব্যবসা শুরু করলেও স্থান পরিবর্তন করে বর্তমানে ঢাকা থেকেই ব্যবসা পরিচালনা করছেন তিনি।
দেশের সেরা এ করদাতার বয়স এখন ৮৬ বছর। কর অঞ্চল-২ ঢাকায় আয়কর রিটার্ন দাখিল করেন তিনি। টানা তিনবারসহ মোট দশমবার তিনি সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।
জানা গেছে, নারী-পুরুষ নির্বিশেষে সেরা করদাতার তালিকার দ্বিতীয় থেকে সপ্তম স্থানে আছেন একই পরিবারের ৬ সদস্য। ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওষুধ কোম্পানি পরিবারের সদস্য খাজা তাজমহল সেরা করদাতার দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রুবাইয়াত ফারজানা হোসেন, চতুর্থ স্থানে লায়লা হোসেন, হোসনে আরা হোসেন, ষষ্ঠ স্থানে এম এ হায়দার হোসেন, সপ্তম স্থানে আছেন মোহাম্মদ ইউছুফ, তালিকার অষ্টম স্থানে রয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ী প্রকৌশলী খন্দকার বদরুল হাসান। নবম স্থানে আছেন সার ব্যবসায়ী ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান ও দশম স্থানে আছেন সংসদ সদস্য ও গাজী গ্রুপের কর্ণধার গোলাম দস্তগীর গাজী।
একইভাবে প্রথমবারের মত ২০১৫-১৬ করবর্ষে সেরা তরুণ করদাতা (বয়স অনুর্ধ্ব ৪০) তালিকা করেছে এনবিআর। এ তালিকায় সবার উপরে আছেন কবির হোসেন শিমুল। তালিকার দ্বিতীয় স্থানে আছেন আবদুল মোসাব্বির আহমদ, তৃতীয় স্থানে মো. ছাইদুল হক, চতুর্থ স্থানে শিহাব উদ্দিন, পঞ্চম স্থানে ছায়েম সোবহান, ষষ্ঠ স্থানে মো. ছামছুর রহমান, সপ্তম স্থানে আনন্দ জব্বার রাতুল, অষ্টম স্থানে এলিজা রহমান, নবম স্থানে অনিকা তেহজিব ও দশম স্থানে রয়েছেন শান্তনু সিংহ।
এনবিআর প্রথমবারের মতো সেরা মহিলা করদাতাদেরও তালিকা তৈরি করেছে। এ তালিকার প্রথম স্থানে রয়েছেন খাজা তাজমহল, দ্বিতীয় স্থানে রুবাইয়াৎ ফারজানা হোসেন, তৃতীয় স্থানে লায়লা হোসেন, চতুর্থ স্থানে হোসনে আরা হোসেন, পঞ্চম স্থানে নিশাত ফারজানা চৌধুরী, ষষ্ঠ স্থানে মিজ রত্না পাত্র, সপ্তম স্থানে মিজ মৌসুমী দত্ত, অষ্টম স্থানে কানিজ ফাতেমা জেরিন, নবম স্থানে মিজ জেবুন্নাহার ইসলাম ও দশম স্থানে রয়েছেন মিজ নাছিমা বেগম।
প্রসঙ্গত, ব্যক্তি ক্ষেত্রে কমপক্ষে সাড়ে ৪ কোটি টাকার কর প্রদান করলে সেরা করদাতার সম্মাননার জন্য মনোনীত হন। বর্তমানে জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা অনুযায়ী ৬৪ জন ট্যাক্স কার্ড পাবেন। ট্যাক্স কার্ডধারীরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেল বুকিং প্রাপ্তিতে অগ্রাধিকার পান।
এ ছাড়া বিমান, রেলপথ ও জলপথে ভ্রমণে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার পেয়ে থাকেন তারা। এর বাইরে তারা মা-বাবা, স্ত্রী, ছেলেমেয়ে ও নিজের চিকিৎসার ক্ষেত্রে সরকারি-বেসরকারি হাসপাতালে বিশেষ সুবিধাও পেয়ে থাকেন। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রিত হন তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি