দুর্নীতির দায়ে বদির তিন বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

দুর্নীতির দায়ে বদির তিন বছরের কারাদণ্ড

নিউ সিলেট ডেস্ক::::   সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলার কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদার এ মামলার রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার আরিফুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের সময় বদি আদালতে উপস্থিত ছিলেন।
নথি থেকে জানা যায়, এমপি বদির মামলায় ১৩ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন বলে এজাহারে জানা যায়।
দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন। এ ঘটনায় ২০১৫ সালের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ ঢাকার সিএমএম আদালতে বদির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।



This post has been seen 348 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১