চেয়ারম্যানের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র অস্ত্র ও মাদক সহ ৩ জন আটক

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

চেয়ারম্যানের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র অস্ত্র ও মাদক সহ ৩ জন আটক

নিউ সিলেট ডেস্ক :::::   ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে ৫টি আগ্নেয়াস্ত্র অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকদের মধ্যে দুজন ওই চেয়ারম্যানের ভাই।
মঙ্গলবার রাত ২টায় এ অভিযান পরিচালনা করেন র‍্যাব-৬-এর সদস্যরা।
র‍্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে মাদক ব্যবসায়ীরা অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
র‌্যাব কর্মকর্তা জানান, অভিযানকালে ইউপি চেয়ারম্যানের ভাই সোহেল রানা, সোহান ও জামাল নামের অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশি রিভলবার, ৪টি শাটার গান, ৩ হাজার বোতল ফেনসিডিল ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২৭ অক্টোবর বারোবাজর রেলওয়ে মাছের আড়ৎ থেকে মাদকদ্রব্যসহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে আটক করা হয়েছিল।



This post has been seen 397 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১