সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::::::: সদ্যবিলুপ্ত ছিটমহলসহ ১৭০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ভোট হয়েছে সোমবার। এর মধ্যে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৭০টি ইউপির চেয়ারম্যান পদের ফল পৌঁছেছে নির্বাচন কমিশনে (ইসি)।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, প্রায় চারশ ইউপির মধ্যে ১৭০টিতে চেয়ারম্যান পদে ভোট হয়েছে। মাঠপর্যায় থেকে আসা সব ফল একীভূত করা হচ্ছে। সব ফল পেয়ে ইসির অনুমোদনের পর জানানো সম্ভব হবে।
নির্বাচন সমন্বয় ও ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, ৭০টি ইউপিতে আওয়ামী লীগ ৪৭টি, বিএনপি ছয়টি, জাতীয় পার্টি দুটি ও স্বতন্ত্র ১৫ প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারি বিজয়ী হয়েছেন। মার্চ-জুন পর্যন্ত ছয় ধাপের ভোট শেষে মঙ্গলবার এসব ইউপিতে ভোট হয়।
এসব ইউপিতে গড়ে ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ। এখানে নয় লাখ ২৮ হাজার ১৩৮ ভোটারের মধ্যে নয় লাখ ১১ হাজার ৫৬৪ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৭৭ দশমিক ৫৭ শতাংশ।
এর আগে ছয় ধাপের ইউপি ভোটের প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ, চতুর্থ ধাপে ৭৭ শতাংশ, পঞ্চম ধাপে ৭৬ দশমিক ৮ শতাংশ ও ষষ্ঠ ধাপে ৭৬ শতাংশ ভোট পড়েছিল।
নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছয় ধাপে নির্বাচনে নৌকা প্রতীক জয় পায় দুই হাজার ৬৭০ ইউপিতে, বিএনপি ৩৭২ ইউপিতে আর স্বতন্ত্র প্রার্থীরা ৮৮০ ইউপিতে। বাকিগুলোয় রয়েছেন জাতীয় পার্টি, জাসদ, জেপি ও কয়েকটি দলের প্রার্থী।
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলভিত্তিক ভোট হয়েছে।
চার হাজারের বেশি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের সাত গুণের বেশি। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ক্ষমতাসীনদের এক-তৃতীয়াংশের সমান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি