সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: জাতীয় সম্মেলনের ১০ দিনের মাথায় দলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হারুনুর রশীদকে এই পদে মনোনয়ন পেয়েছেন।
ক্ষমতাসীন দলের দপ্তরসম্পাদক আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে প্রদত্ত ক্ষমতাবলে জনাব হারুনুর রশীদকে এই পদে মনোনয়ন দিয়েছেন সভাপতি শেখ হাসিনা।
হারুন অর রশীদের বাড়ি লক্ষীপুরে। তিনি ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের পর উপনির্বাচনে বিএনপি নেতা মওদুদ আহমেদকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তবে রাজনীতিবিদ ছাড়াও ক্রীড়া সংগঠক হিসেবেও হারুন অর রশীদের পরিচিতি আছে। তিনি ফুটবল ফেডারেশনের তিনবারের সাধারণ সম্পাদক। আবহনী ক্লাবের সংগঠকও তিনি। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন হারুন। ১৯৭১ সালে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধেও।
বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং এশিয়ান ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হারুনুর রশীদ। তাকে নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৭৫ জনের নাম ঘোষণা করা হলো।
গত ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিনই কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর ১৬ সদস্যসহ বেশ কয়েকজনের নাম ঘোষণা করেন শেখ হাসিনা। পরদিন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ঘোষণা করেন আরও কিছু নাম।
সবশেষ গত ২৯ অক্টোবর সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর তিনটি এবং উপদপ্তর সম্পাদকের পদ খালি রেখে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর চার দিনের মাথায় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের নাম ঘোষণা হলেও এখনও আন্তর্জাতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও উপ-দপ্তর সম্পাদক পদ খালি রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি