বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজের পদোন্নতি

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজের পদোন্নতি

নিউ সিলেট ডেস্ক::::   বিজিবির সদ্য বিদায়ী মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমদকে লে. জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। বিশ্বস্তসূত্রে এ কথা জানা যায়।মেজর জেনারেল আজিজ আহমদের ঘনিষ্ট একজন বিষয়টি নিশ্চিত করেছেন। আজিজ আহমদ ২০১২ সালের ডিসেম্বর থেকে বিজিবির ডিজি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজিবির মহাপরিচালক পদ থেকে আজিজ আহমদকে সরিয়ে তাঁর স্থলে দায়িত্ব দেয়া হয়েছে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিজিবিতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ঐ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে আবুল হোসেনের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মেজর জেনারেল আবুল হোসেন বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন।
যোগাযোগ করা হলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তবে আমরা এখনো কোনো সরকারি আদেশ পাইনি।
আইএসপিআর-এর সহকারি পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী এ প্রসঙ্গে ফোনে বলেন, এখনো আমরা জানি না। জানলে আপনাদেরকে জানাবো।



This post has been seen 408 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১