‘জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই” শহীদুল হক

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

‘জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই” শহীদুল হক

নিউ সিলেট ডেস্ক:::::   ‘জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই’ বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ প্রধান আইজিপি এ.কে.এম.শহীদুল হক। বুধবার সন্ধ্যায় জেলার গফরগাঁওয়ে পাগলা থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
পুলিশ প্রধান বলেন,‘জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। জঙ্গিরা নিরীহ লোক হত্যা করে। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশ পাকিস্তান, আফগানিস্তানের মতো অকার্যকর সন্ত্রাসী রাষ্ট্র হবে। তাই জঙ্গিবাদের সঙ্গে কোন আপস নেই। তাদের রুখে দিতেই হবে।’
তিনি বলেন, ‘থানায় যাতে টাউট-বাটপারের স্থান না হয়। সমাজের গ্রহণযোগ্য মানুষ থানায় এলে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না।’
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘জনগণের সঙ্গে কমিউনিটি পুলিশ কথা বলে সমস্যা চিহ্নিত করবে। সেই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবে। কারণ কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে টেকসই সমাধান পাওয়া সম্ভব।’
এরপর পাগলা থানার জন্য জমিদাতাদের সম্মাননা স্মারক দেন পুলিশ প্রধান।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান।



This post has been seen 363 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১