রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশ সংরক্ষণের শর্ত মেনে নির্মাণ করতে মন্ত্রণালয়কে চিঠি

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশ সংরক্ষণের শর্ত মেনে  নির্মাণ করতে মন্ত্রণালয়কে চিঠি

নিউ সিলেট ডেস্ক::::   বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকারক হবে কি না- এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন।
বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ কথা বলেন। কোপ-২২ সম্মেলনে অংশগ্রহণ নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকেন পরিবেশমন্ত্রী। তবে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়েই।
রামপাল নিয়ে কোপ-২২ সম্মেলনে বাংলাদেশ প্রশ্নের সম্মুখীন হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রশ্নের সম্মুখীন হবো কি হবো না সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে- প্রত্যেকটি সভ্যতাই পরিবেশকে ধ্বংস করে।‘
রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের পরিবেশের জন্য ক্ষতিকর হবে অভিযোগ তুলে স্থাপনাটি সরিয়ে নেয়ার দাবিতে দেশের বামপন্থি ও পরিবেশবাদী বেশ কিছু সংগঠন বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে। সম্প্রতি ইউনেস্কোও এক চিঠিতে একই সুপারিশ করেছে।
তবে সর্বাধুনিক প্রযুক্তির এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না বলে আশ্বস্ত করেছে সরকার। ইউনিস্কোর চিঠির জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
মন্ত্রী জানান, তার মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় একসঙ্গে এই চিঠির জবাব দেবে। তিনি জানান, পরিবেশ সংরক্ষণের সব ধরনের শর্ত মেনে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে তার মন্ত্রণালয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকভ, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
মন্ত্রী জানান, কোপ-২২ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৯ সদস্যের একটি দল অংশ নেবে। মরিশাশে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে বাংলাদেশ তাদের ন্যায্যতার বিষয়টি তুলে ধরবে।



This post has been seen 298 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১