চাপের মুখে মুক্ত রাহুল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

চাপের মুখে মুক্ত রাহুল

নিউ সিলেট ডেস্ক ::::::::  ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির সহ-সভাপতি রাহুল গান্ধীকে অবশেষে চাপের মুখে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। বুধবার দিল্লিতে আত্মঘাতী সেনাকর্মী রামকিষণ গাড়েওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাকে আটক করা হয়।
এদিন রাহুল রাম মনোহর লোহিয়া হাসপাতালে ঢুকতে গেলে দিল্লি পুলিশ প্রথমে তাকে বাঁধা দেয়। পরে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়। তার সঙ্গে আটক করা হয় দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকেও।
অবশ্য এরপরই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। থানায় বসেই পুলিশকে বকতে শুরু করেন রাহুল। এভাবে তাকে আটকানো অগণতান্ত্রিক বলেও মন্তব্য করেন তিনি। এসময় তাকে গ্রেফতারেরও দাবি জানান তিনি। এমন অবস্থায় তাকে ছেড়ে দিতে একপ্রকার বাধ্য হয় পুলিশ।
‘এক পদ এক পেনশন’ নীতির দাবিতে মঙ্গলবার বিকেলে দিল্লির একটি পার্কের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করেন ভারতের সাবেক সেনাসদস্য রামকিষণ গাড়েওয়াল। বুধবার সকালে রামকিষণের পরিবারের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান রাহুল। এসময় তার সঙ্গে কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও ছিলেন।



This post has been seen 350 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১