সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::::: ইন্দোনেশিয়ায় বাতাম দ্বীপে ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে একটি নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। শ্রমিক বোঝাই নৌকাটি মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া আসছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দ্বীপটির পুলিশ প্রধান সামবুদি গাসডিয়ান জানান, স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে যাত্রীবাহী নৌকাটি বাতাম দ্বীপে নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
হারইয়ান্ত নামে ৫১ বছর বয়সী ঐ নৌকার এক যাত্রী জানান, স্পিডবোটটি মালয়েশিয়ার জোহর বাহরু এলাকা অতিক্রম করার পরই প্রচণ্ড বৃষ্টিপাত এবং উঁচু ঢেউয়ের মুখোমুখি হয়। একপর্যায়ে স্পিডবোটটি ডুবে যায়। নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।
পুলিশের একটি হেলিকপ্টার এবং এক ডজনের বেশি নৌকা অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে অংশ নেয়।
ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের দেশ হওয়াতে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে স্পিডবোট এবং ফেরি ব্যবহার হয় বেশি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়াই নৌকাডুবির ঘটনা অহরহই ঘটে থাকে।
২০০৯ সালে সুলাওয়েসি দ্বীপে একটি ফেরি ডুবির ঘটনায় ৩৩০ জনের মৃত্যু হয়েছিল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি