বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন কুকরা

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন কুকরা

নিউ সিলেট ডেস্ক :::::::   প্রায় এক মাসের সফর শেষ করে বুধবার বিকালে বাংলাদেশ ছেড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তার প্রশংসা করে গেছেন ইংলিশ ক্রিকেটার ও কর্মকর্তারা। প্রশংসা করে গেছেন এখানকার মানুষেরও।
ঢাকা টেস্ট তিন দিনে শেষ হওয়ায় বাকি দুই দিন গলফ খেলে এবং বিশ্রাম করে সময় কাটিয়েছেন কুকরা। ঢাকা থেকে তারা সরাসরি গেছেন ভারতে। সেখানে তাদের লম্বা সফর, ৫টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সামনে কঠিন সিরিজ, এ কারণে ঢাকাতে দুই দিন রিলাক্স করে গেছেন ইংলিশরা।
ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক বলেন, ‘সবকিছু দারুণ ছিল। এটা অসাধারণ সফর। সুন্দর ও উপভোগ্য সময় কেটেছে আমাদের। বাংলাদেশের আতিথেয়তার কথা মনে থাকবে। বাংলাদেশকে ধন্যবাদ। এখানকার মানুষদের ধন্যবাদ।’
বাংলাদেশ সফর নিয়ে প্রথম থেকেই উদার ছিলেন ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। যাওয়ার আগে তিনি বললেন, ‘ধন্যবাদ বাংলাদেশকে। নিরাপত্তায় যারা নিয়োজিত ছিলেন তারা অনেক কষ্ট করেছেন। আমাদের জন্য অনেক করেছেন। তাদের আন্তরিক ধনবাদ।’
ওয়ানডে অধিনায়ক জস বাটলার বলেন, ‘এখানকার মানুষ খুবই আন্তরিক। দারুণ নিরাপত্তা ও আতিথেয়তা দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।’
ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকেসনের জন্য সফরটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সিরিজ ভালোমতো শেষ হওয়ায় তার চেয়ে স্বস্তিতে আর কে? ঢাকা ছাড়ার আগে তিনি প্রশংসায় ভাসিয়ে গেলেন বাংলাদেশকে। বললেন, ‘আমি গত ২০ বছর ধরে নিরাপত্তা নিয়ে কাজ করছি। আমার দেখা এটা সেরা নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশকে আমার আন্তরিক ধন্যবাদ।’
গুলশানে বিদেশি নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর মহা অনিশ্চিয়তায় পড়ে যায়। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খুবই আন্তরিক ছিল শুরু থেকে। বাস্তব অবস্থা খতিয়ে দেখার জন্য পাঠানো হয় চার সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল। তাদের ইতিবাচক রিপোর্টের কারণেই বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল হাড্ডাহাড্ডি, জমজমাট ও উপভোগ্য। চরম নাটকীয়তা ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজে। ওয়ানডে সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতলেও টেস্ট সিরজ শেষ হয় ১-১ সমতায়।



This post has been seen 392 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১