বিজিবি’র নতুন ডিজি আবুল হোসেন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

বিজিবি’র নতুন ডিজি আবুল হোসেন

নিউ সিলেট ডেস্ক ::::::   রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল আজিজ আহমদকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জসীম উদ্দিন খান বুধবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বিএ-২১৭৮ মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি, এমএসপি, রাষ্ট্রপতির কার্যালয়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বিএ-২৪২৪ মেজর জেনারেল আজিজ আহমদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি-কে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



This post has been seen 392 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১