সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: টঙ্গীর তুরাগ তীরে তবলিগ জামাতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি। দুই দিন পর আখেরি মোনাজাতে শেষ হবে এই আয়োজন। ইজতেমার দ্বিতীয় পর্ব হবে ২০ থেকে ২২ জানুয়ারি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় ইজতেমার এই তারিখ নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানিয়েছেন, ইজতেমায় বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। এ জন্য ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইজতেমার সার্বিক বিষয় দেখভাল করবে।
গত শতকের ৬০ এর দশক থেকে তুরাগ তীরে ইজতেমার আয়োজন শুরু হয়। বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এখানে বয়ান করেন তবলিগ জামাতের মুরুব্বিরা। এর প্রচার বাড়তে থাকায় আয়োজনের পরিসরও বাড়ে। এক পর্যায়ে ভিড় সামাল দেয়া সাধ্যের অতীত হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে দুই পর্বে ইজতেমার আয়োজন করা হচ্ছে। একেক পর্বে দেশে ৩২টি করে জেলা থেকে আসা মুসল্লিরা অংশ নেয় এই আয়োজনে।
দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা আসেন এই আয়োজনে। তাদের কারণেই এই ইজতেমা মুসলিম বিশ্বে এক ধরনের পরিচিতি পেয়েছে।
২০০৪ সালে জঙ্গি সংগঠন জেএমবির উত্থানের পর থেকে এই আয়োজনের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি থাকে। তবে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তার বিষয়টি এবার আরও গুরুত্ব দিয়ে দেখছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘ইজতেমাকে নিরাপদ করতে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে।’
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি