সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: গুলশান হামলায় অস্ত্র সরবরাহকারী চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার রাত ৯টায় দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারেরা হলেন- মোঃ আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), মোঃ সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডমেড গ্রেনেড তৈরির মূল উপকরণ ৭৮৭টি ডেটোনেটর ও একটি নাইন-এমএম পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্রেফতারেরা সবাই জেএমবির সক্রিয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সাথে জড়িত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইউসুফ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে নব্য জেএমবির দেশব্যাপী হত্যাকান্ডে ব্যবহৃত গ্রেনেড তৈরির মূল উপকরণ ডেটোনেটর, জেল ও অস্ত্র গ্রেফতার হওয়া ৪ জন ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসত। এই বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান চাঁপাইনবাবগঞ্জ এলাকার জেএমবির বর্তমান দায়িত্বশীল মিজানুর রহমান ওরফে বড় মিজান ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান ওরফে তারা।
পুলিশের ধারণা ঢাকায় নতুন করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জেএমবির বর্তমান নেতৃত্বের নির্দেশ ও পরামর্শে এই ডেটোনেটর ও অস্ত্র নিয়ে তারা ঢাকায় আসে।
গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও হ্যান্ডগানসহ (পিস্তল) অন্যান্য অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হতে গ্রেফতারদের মাধ্যমে সংগ্রহ করে ছোট মিজান গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি