সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শহীদ জাতীয় নেতা এম মনসুর আলীর পুত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কারাভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তৎকালীন ষড়যন্ত্রকারী খুনি খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান পরোক্ষভাবে জড়িত। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিরা একই। যারা খুন করে আর যারা খুনিকে আশ্রয় দেয় তারা উভয়েই অপরাধী।
জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত স্মরণ সভায় শহীদ পরিবারের পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আপনারা এখন বড় বড় বুলি আওড়াচ্ছেন। মানবাধিকারের নীতি কথা বলছেন। যখন কারা প্রকোষ্ঠে জাতীয় ৪ নেতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় তখন কোথায় ছিলেন? কোথায় ছিলো মানবাধিকার। ক্ষমতায় থেকেও বিএনপি খুনিদের বিচার করেনি। বরং খুনিদের রক্ষায় জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ করেছে। তাদের মুখে আইনের কথা মানায় না।
এ সময় আরো বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দিন প্রমুখ।
এর আগে শহীদ পরিবারের সদস্যরা প্রথমে সকাল সোয়া ৯টায় কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে এবং ৯টা ৩৫ মিনিটে জাতীয় চার নেতার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়েও তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় চার নেতা স্মৃতি যাদুঘর ঘুরে দেখেন। কারা কর্তৃপক্ষ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে অংশ নেন শহীদ পরিবারের সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখারউদ্দিন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি যাদুঘর ঘুরে দেখেন।
জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন কারা কর্তৃপক্ষ। এতে অংশ নেন আগতরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি