সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ছাত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চান আসামি মো. মোমিনুল ইসলাম। আদালত নামঞ্জুর করে মোমিনুলকে জেল হাজতে পাঠান।
কুষ্টিয়ার কোর্ট পুলিশ পরিদর্শক রতন শেখ জানান, মোমিনুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাফিক পুলিশের টিআই-টু হিসেবে সর্বশেষ কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ বর্ষের এক ছাত্রীর দূর সম্পর্কের চাচা মোমিনুল ইসলাম। ২০১২ সালে ওই ছাত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় মোমিনুল কুষ্টিয়া ট্রাফিক পুলিশের টিআই হিসেবে কর্মরত ছিলেন। পূর্ব পরিচিত এবং দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় মোমিনুল প্রায়ই কুষ্টিয়া মেডিকেল কলেজের হোস্টেলে যাওয়া আসা করতেন।
২০১২ সালের ৬ জুন আসামি মোমিনুল ওই ছাত্রীকে কুষ্টিয়া শহরের একটি আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোকের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে অশ্লীল ছবি তুলে রাখে। পরবর্তীতে নিজের স্ত্রী-সন্তান থাকা সত্বেও ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে থাকে মোমিনুল। ওই ছাত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধারণকৃত আপত্তিকর ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে মোমিনুল।
চলতি বছরের ২৯ জানুয়ারি পারিবারিকভাবে ওই ছাত্রীর সঙ্গে বিদ্যুৎ বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলীর বিয়ে হয়। এ খবর জানতে পেরে মোমিনুল ধারণকৃত অশ্লীল ছবি মোবাইলে ওই ছাত্রীর বাবা-মা, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন এবং স্বামীর বন্ধু-বান্ধবের মোবাইল ফোনে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ৪ এপ্রিল ওই ছাত্রীকে তার স্বামী ডিভোর্স দেন।
পরে ওই ছাত্রী গত ১৯/৪/২০১৬ তারিখে কুষ্টিয়া মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ আইনের ৫৭/২ ধারায় আসামি মোমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় আসামি মোমিনুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
গত ২৯ অক্টোবর এ মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত রবিউল ইসলাম আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিট জমা দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে আসামি মোমিনুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি