শুক্রবার থেকে পর্দা উঠছে বিপিএল চতুর্থ আসরের

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

শুক্রবার থেকে পর্দা উঠছে বিপিএল চতুর্থ আসরের

নিউ সিলেট ডেস্ক :::::    ইংল্যান্ড বধের হাসিটা এখনো মুখে লেগে আছে। সেই রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে চার-ছক্কার ধুমধাড়াক্কা লড়াই। শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিপিএল চতুর্থ আসরের। টুর্নামেন্ট যখন টি-টোয়েন্টি, তখন লড়াই যে কতটা জমজমাট হবে এটা টের পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। দেশি-বিদেশি খেলোয়াড় নিয়ে তারকাখচিত দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাতটি দলে রয়েছেন ১৪৬ জন দেশি এবং ১৬৮ জন বিদেশি খেলোয়াড়।
সর্বাধিক শিরোপা জয়ী ঢাকা ডায়নামাইটস একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে তাদের রয়েছেন শ্রীলংকান সুপারস্টার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে ও ডোয়াইন ব্রাভোর মতো প্রতিভাবান ক্রিকেটার। আর দেশি তারকাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন ও নাসির হোসেন।
আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছেন বিশ্বের নামকরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি, পাক ক্রিকেটার শারজিল খান, নাসির জামশেদ ও সচিত্র সেনানায়েকে। দেশি খেলোয়াড়দের মধ্যেও রয়েছে পূর্ণতা। সৌম্য সরকার, আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজীর মতো ক্রিকেটার নিয়ে দল গড়েছে রংপুর।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের আবারও নেতৃত্ব মাশরাফি বিন মুর্তজার কাঁধে। দেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লায় আছেন ইমরুল কায়েস ও তরুণ খেলোয়াড় মোহাম্মদ সাইফউদ্দিন। প্রতিপক্ষের চোখ এই দুই তারকার দিকে। তাছাড়া বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন পাক পেসার সোহেল তানভীর। আগের আসরের টুর্নামেন্ট সেরা আসহার জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা ও ওয়েস্ট ইন্ডিজের সুপার ডুপার জেসন হোল্ডার।
চিটাগাং ভাইকিংসে আছেন দারুণ ফর্মে থাকা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, পেসার তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক। আর বিদেশিদের মধ্যে রয়েছেন টি-টোয়েন্টির সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। রয়েছেন ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবী ও লংকান তারকা জীবন মেন্ডিসও।
খুলনা টাইটানস তাদের দল সাজিয়েছে একাধিক তারকা খোলোয়াড় নিয়ে। দেশি তারকা মাহমুদউল্লাহ, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, অলক কাপালি। বিদেশি তারকার ক্ষেত্রেও পিছিয়ে নেই খুলনা। দলে রয়েছেন কেভন কুপার, লেন্ডল সিমন্স এবং ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে ফ্লেচার।
আসরের নতুন দল রাজশাহী কিংসও শক্তিশালী দল নিয়ে প্রস্তুত। দলে রেখেছেন টি-টোয়েন্টি মেজাজের সাব্বির রহমান আর নতুন সেনসেশন মেহেদি হাসান মিরাজকে। আছেন উইন্ডিজ দলনেতা ড্যারেন সামি, পাক বোলার মোহাম্মদ সামি আর লংকান তারকা উপুল থারাঙ্গা।
মুশফিকুর রহিমকে আইকন করে দল সাজিয়েছে বরিশাল বুলস। আছেন তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিসও। বিদেশি খেলোয়াড় বাছাইয়েও পিছিয়ে নেই দলটি। রয়েছেন লংকান তারকা দিলশান মুনাবীরা, ক্যারিবীয় ক্রিকেটার কার্লোস ব্রাফেট।
বিপিএলে এবার ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, নিজ নিজ দল ঠিক করে নেওয়ার স্বাধীনতাও দেওয়া হয়েছে শীর্ষ গ্রেডের ৭ ক্রিকেটারকে। সবচেয়ে বেশি পারিশ্রমিক ৫৫ লাখ টাকা নির্ধারিত হয়েছে সাকিবের। মাশরাফি, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ পাবেন ৫০ লাখ করে। আর সাব্বির ও সৌম্যর মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।
বিপিএলের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে ২ হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।
উদ্বোধনী দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের লড়াই দিয়ে পর্দা উঠছে এবারের বিপিএলের। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানস। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ ডিসেম্বর।
প্রতিবারের মতো এবারও প্রতিদিন রয়েছে দুটি করে ম্যাচ। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। শুক্রবার প্রথম ম্যাচ দুপুর আড়াইটায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সোয়া ৭টায়। ঢাকায় প্রথম পর্ব শেষ হবে ১৩ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রাম পর্ব, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ঢাকায় শেষ পর্ব শুরু ২৫ নভেম্বর।
৬ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৭ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার। ৯ ডিসেম্বর ফাইনালের জন্য থাকবে রিজার্ভ ডে। টুর্নামেন্টে মোট ম্যাচ ৪৬টি।



This post has been seen 416 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১