জেতার জন্যই মাঠে নামবে রংপুর : সৌম্য

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

জেতার জন্যই মাঠে নামবে রংপুর : সৌম্য

নিউ সিলেট ডেস্ক :::::   দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়েছে রংপুর রাইডার্স। কিন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টেস্ট দলে শারজিল খান ও বাবর আজম ডাক পাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরোটা সময় এই দুই পাকিস্তানিকে পাচ্ছে না তারা। যে কারণে কিছুটা শক্তি খর্ব হয়েছে উত্তরবঙ্গের দলটির। তবে দলে যারা আছেন তাদেরকে নিয়েই জেতার জন্য মাঠে নামবে রংপুর। দলটির আইকন সৌম্য সরকার টুর্নামেন্ট শুরুর আগেরদিন এমন লক্ষ্যের কথাই বলছেন।
বৃহস্পতিবার অনুশীলন শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে দলের লক্ষ্য নিয়ে সৌম্য বলেন, ‘দল যেটাই আছে তা নিয়েই প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের। অবশ্যই আমরা জেতার জন্যই মাঠে নামবো। চেষ্টা করবো আমাদের সেরাটা দিয়ে লড়াই করতে।’
বিপিএল চতুর্থ আসরের প্রথম দিনেই মাঠে নামবে রংপুর রাইডার্স। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসের মুখোমুখি হবে দলটি। ম্যাচটা নিজেদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধরে ভালো কিছুর আশাই করছেন সৌম্য।
টাইগার এই ওপেনার বলছেন, ‘আসলে প্রথম ম্যাচটা দলের জন্য এবং ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে পরের ম্যাচগুলো আমাদের জন্য খুব ইতিবাচক হবে। ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে আমাদের আত্মবিশ্বাসটা বাড়বে। যে ধরণের প্রস্তুতি নিয়েছি, আশা করি প্রথম ম্যাচে ভালো কিছুই হবে।’
শক্তির জায়গা সৌম্যের কাছে মনে হচ্ছে তাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের দিকটাও ভালো। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এই দল নিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি |



This post has been seen 413 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১