আজহার মেহমুদ পাকিস্তানের বোলিং কোচ 

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

আজহার মেহমুদ পাকিস্তানের বোলিং কোচ 

নিউ সিলেট ডেস্ক ::::    পাকিস্তানের বোলিং কোচ হিসেবে এর আগেও তিন দফায় কাজ করেছিলেন আজহার মেহমুদ। তবে সেগুলো সবই ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই অলরাউন্ডার।
এ বছরের ফেব্রুয়ারিতে এশিয়া কাপে প্রথমবারের মতো পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দেখা গিয়েছিল আজহারকে। তখন তিনি এসেছিলেন মুশতাক আহমেদের বদলি হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও কাজ করেছিলেন মুশতাকের সহকারী হিসেবে। আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ও আবার পাকিস্তানের বোলারদের নিয়ে কাজ করেছিলেন সাবেক এই ডানহাতি পেসার।
ইচ্ছে থাকলেও এত দিন আজহারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারেনি পিসিবি। কারণ, ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারের খেলোয়াড় হিসেবে আজহারের চুক্তি ছিল এ বছরের জুলাই পর্যন্ত। খেলোয়াড়ি জীবন শেষ করার পর এবার পাকাপাকিভাবেই কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ৪১ বছর বয়সী আজহার। আগামী নভেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু হবে তাঁর কোচিং মিশন। নিউজিল্যান্ডে গিয়ে পাকিস্তান খেলবে দুটি টেস্ট।
কোচিংয়ের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও আজহারের অভিজ্ঞতা পাকিস্তানের বর্তমান বোলারদের অনেক কাজে লাগবে বলে আশাবাদী পিসিবি। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে ১৪৩টি ওয়ানডে খেলেছেন আজহার। ব্যাট হাতে করেছেন ১,৫২১ রান। বল হাতে নিয়েছেন ১২৩ উইকেট।



This post has been seen 377 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১