ড্রয়ে হতাশা রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

ড্রয়ে হতাশা রিয়াল মাদ্রিদের

নিউ সিলেট ডেস্ক ::::   দুটি গোল করলেই চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু লেজিয়া ওয়ারশর বিপক্ষে গোল করা তো দূরে থাক, বেশ নিষ্প্রভই হয়ে ছিলেন পর্তুগিজ এই তারকা। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়বঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদও। মাঠ ছেড়েছে ৩-৩ গোলের ড্র নিয়ে।
প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। খেলা শুরুর এক মিনিট যেতে না যেতেই ওয়ারশর জালে বল জড়িয়ে রেকর্ড গড়েছেন গ্যারেথ বেল। ৫৫ সেকেন্ডের মাথায় করা বেলের এই গোলটিই চ্যাম্পিয়নস লিগে দ্রুততম গোলের নতুন রেকর্ড। ৩৫ মিনিটে করিম বেনজেমা ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন বেলের পাস থেকে বল পেয়ে। শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দারুণভাবে খেলায় ফিরেছে ওয়ারশ। ৪০ মিনিটের মাথায় একটি গোল শোধ করেছেন ওডিজা ওফো। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন ওয়ারশর সার্বিয়ান মিডফিল্ডার মিরোস্লাভ রাদোভিচ। ৮৩ মিনিটে ৩-২ গোলে এগিয়ে যায় ওয়ারশ। এ সময় হয়তো হারের আশঙ্কাই ভর করেছিল রিয়াল সমর্থকদের মনে। কিন্তু ৮৫ মিনিটে একটি গোল করে ৩-৩ ব্যবধানে সমতা ফেরান রিয়ালের মিডফিল্ডার মাতেও কোভাচিচ।
নিজেদের মাঠে এই ওয়ারশকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল রিয়াল। ফিরতি লেগের ম্যাচে জয় পেলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত জিনেদিন জিদানের শিষ্যদের। কিন্তু ৩-৩ গোলে ড্র করার পর অপেক্ষা বাড়ল গতবারের শিরোপাজয়ীদের। চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ‘এফ’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলেছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। বুধবার তারা ১-০ গোলে হারিয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিংকে।
চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে কোপেনহেগেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ডের লিস্টার সিটি। তবে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান এখনো আছে তাদের দখলে। চার ম্যাচ শেষে লিস্টারের সংগ্রহ ১০ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্তো।



This post has been seen 481 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১