আ’লীগ অসহায় ছাত্রলীগের কাছে

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

আ’লীগ অসহায় ছাত্রলীগের কাছে

নিউ সিলেট ডেস্ক ::::::    খিলগাঁও মডেল কলেজ ইউনিটের ছাত্রলীগ নামধারী কয়েকজন নেতাকর্মীর কাজকর্মে নতজানু হয়ে পড়েছে স্থানীয় আওয়ামী লীগ! রাজধানীর এ কলেজটির ছাত্রলীগ নেতাকর্মীদের নকল বাণিজ্য দেখেও খিলগাঁও থানা আওয়ামী লীগের নেতারা প্রতিবাদ করার ভাষা খুঁজে পাচ্ছেন না! কারণ বিভিন্ন সময়ে তারা জানিয়ে দিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের চেয়ে তারা বেশি শক্তিশালী!
এই কলেজের ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বাইরের কলেজ থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী এমনকি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতরাও যেন এক রকম জিম্মি। মানসম্মান বাঁচাতে কলেজটির পরিচালনা পর্ষদের সদস্য হয়েও কলেজমুখী হন না আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা।
ছাত্রলীগের মূল সংগঠন আওয়ামী লীগের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যে অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে। আওয়ামী লীগ নেতারাই জানান, খিলগাঁও মডেল কলেজের পরিচালনা পর্ষদ সদস্যদের বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষক, পরিচালক সবার নাকের ডগা দিয়ে ছাত্রলীগ নামধারী নেতাকর্মীরা চালাচ্ছে নকল বিক্রির বাণিজ্য।
খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরীফ আলী খান ও সেক্রেটারি মাহবুবে আলম খিলগাঁ মডেল কলেজের পরিচালনা পর্ষদ সদস্য। পরিবর্তন ডটকমের কাছে তারা অকপটেই স্বীকার করলেন কলেজ শাখা ছাত্রলীগের নকল বাণিজ্যের কথা।
তারা জানান, নকল বাণিজ্যের বিরুদ্ধে অনেকবার প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এমনকি কলেজের অধ্যক্ষ কোনো কথা শুনেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরীফ খান। এসব কারণে গত এক বছর ধরে কলেজে যান না তিনি।
যদিও মঙ্গলবার খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ কানাই লাল সরকার বলেন  তার নিজেরই অসহায়ত্বের কথা স্বীকার করে বলেছিলেন, ‘ছাত্রলীগ নেতারা তার কথাও শোনে না।’
আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগের এসব কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগের ওপর পড়ছে কি না জিজ্ঞেস করলে লায়ন শরীফ আলী খান বলেন, ‘আমরা এসব সিনিয়র নেতাদের জানিয়েছি, সহযোগী সংগঠন হলেও তারা এখন শক্তিশালী হয়ে গেছে, তারা আমাদের কোনো কথা শোনে না।’
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদেরও এসব জানানো হয়েছে বলে জানান লায়ন শরীফ আলী খান। তিনি বলেন, ‘কেন্দ্রের নেতাদের আমরা জানালে তারা দেখতেছি, দেখব এসব বলে। কিন্ত কোনো প্রতিকার হয় না, অপকর্ম তো চলছেই।’
‘তাহলে আপনার থানায় আওয়ামী লীগ কি ছাত্রলীগের কাছে অসহায়?’ এমন প্রশ্নের জবাবে শরীফ খান বলেন, ‘হ্যাঁ, সেটা বলতেই পারেন। ছাত্রলীগ বেপরোয়া তবে আমরা তো মূল সংগঠন। আমরা তো আর বেপরোয়া হতে পারি না।’
শুধু তো এই কলেজে নয় অন্যান্য কলেজেও ছাত্রলীগ নানা অপকর্ম করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘মোটকথা আমরা ব্যর্থ, আমরা এগুলো বন্ধ করতে পারি নাই, পারছি না।’
বাম থেকে : খিলগাঁও থানা আওয়ামী লীগ সভাপতি লায়ন শরীফ আলী খান ও সাধারণ সম্পাদক মাহবুবে আলম
আওয়ামী লীগ নেতারা জানান, দিনে দিনে ছাত্রলীগ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে ছাত্রলীগকে তারা (আওয়ামী লীগ নেতারা) ভয় পায়। এমনটাই প্রকাশ পেল খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবে আলমের বক্তব্যে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসিয়ালি আমরা তো ছাত্রলীগ সম্পর্কে কিছু বলতে পারি না, টেকনিক্যাল সমস্যা আছে।
খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের কর্মকাণ্ড সম্পর্কে আপনি জানেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘সব অভিযোগ সত্য, কিন্ত তারা আমাদের নিয়ন্ত্রণে নেই। কলেজের পরিচালনা কমিটিতে থাকা সত্ত্বেও তারা আমাদের কোনো কথা শোনে না।’
‘আমাদের লিডারশিপ আলাদা, আপনাদের কথা শুনতে হবে এমন কোনো ব্যাপার নাই বলে উল্টো ছাত্রলীগ নেতারা ধমক দেয়’ বলে জানান মাহবুবে আলম। ‘এদের কৃতকর্মের দায় আমাদেরকেও নিতে হয়, এখন সব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছি’- বলে হতাশা প্রকাশ করেন খিলগাঁও থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবে আলম।
উল্লেখ্য, মঙ্গলবার ছাত্রলীগের খিলগাঁও মডেল কলেজ শাখার নেতা সেলিম তাওহিদ ও বদরুল আলম রনি কলেজে একক নিয়ন্ত্রণ, নকল বাণিজ্য, শিক্ষক বা সিনিয়রদের কথা না শোনার অভিযোগ বেমালুম অস্বীকার করেছিলেন।



This post has been seen 372 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১