পাকিস্তানে দুই ট্রেন মুখো মুখি সংঘর্ষে নিহত ১৮

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

পাকিস্তানে দুই ট্রেন মুখো মুখি সংঘর্ষে নিহত ১৮

নিউ সিলেট ডেস্ক ::::::   পাকিস্তানের করাচিতে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৪০ জন। বৃহস্পতিবার সকালে ল্যান্ডি রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুলতান থেকে আসা জাকারিয়া এক্সপ্রেস ট্রেনটি লাহোর থেকে আসা ফারিদ এক্সপ্রেস এর ভেতর ঢুকে পড়ে। লাহোর থেকে আসা ফারিদ এক্সপ্রেস তখন স্টেশনে পার্ক করা অবস্থায় ছিল। মুলতান থেকে আসা জাকারিয়া এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। তখন দুই ট্রেনের ভেতর থেকেই উচ্চ স্বরে চিৎকারের আওয়াজ শোনা যায়।
দুটি ট্রেনে প্রায় এক হাজার যাত্রী ছিলেন বলে জানান রেলওয়ে বিভাগের ডিএস (ডিভিশনাল সুপারিনটেনডেন্ট) নাসির নাজীর।
সরকারি এক কর্মকর্তা সাঈদ গনির বরাতে জানা যায় রেলওয়ে কর্মকর্তারা ভুল করে বিপরীত দিক থেকে আসা ট্রেনকে সবুজ সংকেত পাঠিয়েছিলেন। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির ব্যাপার তথ্য জানাতে ব্যর্থ হয়েছিল সেসব কর্মকর্তারা।
দুর্ঘটনায় নিহত ১৮ জনের লাশ জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টার (জেপিএমসি)র মর্গে পাঠানো হয়েছে। আহতরা আশেপাশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন।
সংঘর্ষে প্রায় দুটো বগি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনার পর থেকে পাকিস্তানে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ। সূত্র: ডন



This post has been seen 376 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১