বিশ্বনাথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী খুন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬

বিশ্বনাথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী খুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার নয়া বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। নিহত নৈশপ্রহরীর নাম আজদর আলী। শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটেছে। নিহত আজদর আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্না গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নয়া বাজারে অস্থায়ী নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত আজদর আলী দীর্ঘদিন ধরে সপরিবারে বিশ্বনাথে বসবাস করছেন। শুক্রবার ভোরে বাজারের মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীরা মসজিদের অযুখানায় আজদর আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, আজদর আলী নামাজ পড়ার জন্য অযুখানায় অযু করতে আসলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী খুনের ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।



This post has been seen 531 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১