ব্রেক্সিট পার্লামেন্টে ভোটাভুটি করতে হবে

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

ব্রেক্সিট পার্লামেন্টে ভোটাভুটি করতে হবে

নিউ সিলেট ডেস্ক ::::   ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ বা ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর আগে অবশ্যই পার্লামেন্টে ভোটাভুটি সম্পন্ন করতে হবে বলে যুক্তরাজ্যের হাইকোর্ট রুল জারি করেছে।
এই রায়ের ফলে দেশটির সরকার কেবল নিজেদের সিদ্ধান্তে ‘লিসবন ট্রিটির আর্টিকেল-ফিফটি’ প্রয়োগ করে ইইউ থেকে বিচ্ছেদের জন্য দর কষাকষি শুরু করতে পারবে না।
যদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে এ বিষয়ে বলে আসছিলেন, গণভোটের পর সংসদ সদস্যদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। তবে তার এ বক্তব্যকে প্রচারকর্মীরা সংবিধান পরিপন্থী বলে অভিহিত করেছিলেন।
সরকার আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। আগামী মাসেই এর শুনানি হবে বলে আশা করা হচ্ছে।
আদালতের রায়ের পর রিমেইনপন্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, দেরি না করে যত দ্রুত সম্ভব পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা শুরু হওয়া উচিৎ। তিনি যোগ করেন, ব্রেক্সিট বিষয়ে পার্লামেন্টের কাছেও স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিৎ।
অন‌্যদিকে লিভপন্থীদের প্রচারক নাইজেল ফারাজ বলেছেন, জুনের গণভোটে ইইউ বিচ্ছেদের পক্ষে ভোট দেওয়া ৫১.৯ শতাংশ ভোটারের সঙ্গে ‘বেইমানি’ আশঙ্কা করা হতে পারে। গণভোটের মাধ্যমে বেক্সিটের অর্ধেকটা সম্পন্ন হয়েছে বলে মনে করেন তিনি।
গত জুনে গণভোটের ব্রেক্সিটপন্থীরা জিতে যাওয়ার পর প্রধানমন্ত্রীত্ব ছাড়েন ডেভিড ক্যামেরন। তিনি রিমেইনপন্থী প্রচারকারীদের নেতা থাকায় পদত্যাগ করেন। এর পর দেশটির প্রধানমন্ত্রী হন লিভপন্থী নেতা তেরেসা মে।
লিসবন ট্রিটি অনুযায়ী, ইইউ-এর সদস‌্যভুক্ত কোনো দেশের সরকারপ্রধানই কেবল আর্টিকেল ৫০ প্রয়োগ করে জোট ছাড়ার আলোচনা শুরু করতে পারেন। এ ধারা অনুযায়ী আগামী বছরের মার্চে বেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছিলেন মে।
কিন্তু ইইউ-এর সাথে থাকা বা রিমেইনপন্থী প্রচারকারী জিনা মিলার সরকারের ওই অবস্থানের বিরুদ্ধে আদালতে যান।



This post has been seen 381 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১