হিলারি বিরোধী প্রচারণা হিন্দু সংগঠনের

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

হিলারি বিরোধী প্রচারণা হিন্দু সংগঠনের

নিউ সিলেট ডেস্ক :::::    আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করতে রিপাবলিকান দল সমর্থিত একটি হিন্দু সংগঠন ভারত-যুক্তরাষ্ট্র টেলিভিশন চ্যানেলগুলোতে হিলারিবিরোধী প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
হিলারিকে তারা ‘পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল’ এবং পাকিস্তান বংশোদ্ভূত নাগরিকদের দীর্ঘদিনের সহায়তাকারী হিসেবে উল্লেখ করছেন। রিপাবলিকান হিন্দু কোয়ালিশন(আরএইচসি)-এর বিজ্ঞাপনে বলা হয়, হিলারি পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক সাহায্য এবং অস্ত্র দিয়েছেন তিনি। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিসা নিষিদ্ধ করায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইসলামকে সমর্থন দিতে বিভিন্ন ব্যক্তি এবং দেশ থেকে অনুদান সংগ্রহ করেছেন হিলারি।
বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং হিলারির দীর্ঘদিনের সহকারী হুমা আবেদিনকেও আক্রমণ করা হয়েছে।
আরও বলা হয়, হিলারির বর্তমান সহকারী হুমা আবেদিন একজন পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি জয়ী হলে হুমা আবেদিন হবে তার প্রধান কর্মকর্তা। হিলারির স্বামী বিল ক্লিনটন জম্মু ও কাশ্মির পাকিস্তানকে দিয়ে দিতে চান।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞাপনে বলা হয়, আপনাদের নিজের মঙ্গল, যুক্তরাষ্ট্র-ভারত সুসম্পর্ক এবং মহান যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্পকে ভোট দিন।
হুমা আবেদিনের মা একজন পাকিস্তানি এবং তার বাবা একজন ভারতীয়। ১৯৭৬ সালে মিশিগান অঙ্গরাজ্যের কালামাজোতে সৈয়দ জয়নুল আবেদিন এবং সালেহা মাহমুদ আবেদিন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন হুমা। তার দুই বছর বয়সে পরিবারটি সৌদি আরবের জেদ্দাতে চলে যায়।
রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রধান শালাব কুমার বিজ্ঞাপন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে তিনি নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘সাধারণভাবে হুমাকে সন্ত্রাসের পক্ষে বলা যায়। তার অতীত অন্ধাকারাচ্ছন্ন। আমি ভেবে পাই না, হিলারি কিভাবে তাকে সহকারী মনোনীত করেন।



This post has been seen 392 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১