সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::::: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এরই আলামত আমরা দেখতে পাচ্ছি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার সকালে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই যে দিনটিকে আগে রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো সেই দিনটিকে বাতিল করা হয়েছে। গত কয়েক বছর ৭ নভেম্বরে বিএনপি ও দেশপ্রেমিক মানুষেরা কর্মসূচি গ্রহণ করলেও তা করতে দেওয়া হয় না। এতে করে প্রমাণিত হয়, এ সরকার গণতন্ত্র ও ভিন্ন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের স্বরূপ প্রকাশিত হয়েছে। তারা যে এক দলীয় সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারই আলামত আমরা দেখতে পাচ্ছি।’
সরকার সব সময়ই একটা অজুহাত খুঁজে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘তাই আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প স্থানে সমাবেশের অনুমতি চাইবো। আশা করি সেখানে সমাবেশ করার অনুমতি পাবো।’
ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে নতুন করে আগুন দেয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এর আগে এ ঘটনার নিন্দা জানিয়েছি। সেখানেও আমরা বলেছি, এটা একটি সুপরিকল্পিত ঘটনা। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রতি রয়েছে তা বিনষ্ট করার জন্য এটা একটি বিশেষ মহলের কাজ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা এখনই বলা যাবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় যে পদক্ষেপ নেয়া উচিত ছিলো তা দেখা যাচ্ছে না।’
মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু দেশে গণতন্ত্র নেই। সরকার একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, আইনশৃঙ্খলাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। তাই এ ধরনের ঘটনা স্বাভাবিক।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মুনির হোসেন, সাইফুল ইসলাম পটুসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি