সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: বেগম খালেদা জিয়া ৭১ ও ৭৫ এ জাতীয় চার নেতার খুনীর রক্ষক এবং পৃষ্ঠপোষক দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খুনীদের ও জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া কিভাবে রাজনীতিতে সক্রিয় থাকবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা (বিএনপি) খুনী রক্ষার ও রাজাকার পোষার রাজনীতি করছেন। তারা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এর থেকে কীভাবে বাংলাদেশ বের হবে সেটিই এখন জাতীয় প্রশ্ন। তাই দেশবাসীকে বলব বেগম খালেদা জিয়ার ব্যাপারে সতর্ক হোন, এই রাজনৈতিক নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।’
শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদের বৈঠকে যোগ দেবার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় চার নেতা হত্যাকাণ্ড নিয়ে কোনো নিন্দা না জানিয়ে বিএনপি ও খালেদা খুনিদের পক্ষ নিয়েছে দাবি করে ইনু বলেন, ‘৩ নভেম্বর জেলখানার ভেতর নির্মমভাবে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড নিয়ে দলমত নির্বিশেষে সবাই এর নিন্দা জানিয়েছেন। জাতীয় চার নেতাকে সম্মান জানিয়েছেন। কেবলমাত্র খালেদা জিয়া এবং বিএনপি এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি বা বিবৃতি দেয়নি। ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন না করার মধ্য দিয়ে ঐ খুনিদের পক্ষ নিলেন খালেদা জিয়া। এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক ও রাজনীতির জন্য মর্মান্তিক একটি ঘটনা।’
তিনি বলেন, ‘চার জাতীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপন করেছিলেন জেনারেল জিয়া। সেই বিষবৃক্ষটি হলো বিএনপি নামক দল। ৭১ এর খুনী, ৭৫ এর খুনী ও জাতীয় চার নেতার খুনীর রক্ষক এবং পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত খুনী, জঙ্গিবাদ রক্ষা ও রাজাকার পোষা’র রাজনীতি অব্যাহত রেখেছেন।’
পরে সার্কিট হাউজের সভাকক্ষে জেলা জাসদের বৈঠকে অংশ নেন তথ্যমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি