সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আর নেই

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আর নেই

নিউ সিলেট ডেস্ক :::::   সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক আর নেই। শুক্রবার সকালে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬৩ বছর বয়সে মৃত্যুর আগে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউল হকের শরীরে কোলন ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত কোরবানির ঈদের আগে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
মরহুমের মরদেহ কখন বাংলাদেশে আনা হবে পরিবারের পক্ষ থেকে এখনো সে বিষয়ে কিছু জানানো হয়নি।
জিয়াউল হক ১৯৫৩ সালের ১১ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের কেতুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বিএনপিতে যোগ দেয়ার পর লক্ষ্মীপুর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।



This post has been seen 477 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১