‘জাতীয় পার্টির সরকারের সময় মানুষের জীবনের নিরাপত্তা ছিল “রুহুল আমিন”

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

‘জাতীয় পার্টির সরকারের সময় মানুষের জীবনের নিরাপত্তা ছিল “রুহুল আমিন”

নিউ সিলেট ডেস্ক :::::    জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, আমাদের আমলে অস্থিরতা ছিল না, অনিশ্চয়তা ছিল না, মানুষের জীবনের নিরাপত্তা ছিল। তখন ধর্ষণ হতো না, মানুষের ওপর আক্রমণ হয়নি।
শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন হাওলাদার এ সব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ব্যাপক উন্নয়ন হয়েছিল মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘তখন মানুষ শান্তিতে ঘুমাতে পারত কিন্ত এখন সে অবস্থা নাই। এখন বাচ্চাদের ধর্ষণ করা হচ্ছে। সামজিক অবক্ষয় গোটা জাতিকে অস্থির করে তুলেছে।
নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী সভাপতিত্বে কর্মিসভায় তিনি আরো বলেন, সরকারকে এ ব্যাপারে সজাগ হতে হবে। মানুষ যেন নিরাপদে থাকতে পারে, অস্থিরতা থেকে মুক্তি পায়, সংশয় থেকে যেন রক্ষা পায়।



This post has been seen 393 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১