‘আওয়ামী লীগ গণতন্ত্র ও জনতার সমাবেশ দেখলে ভয় পায় “রিজভী”

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

‘আওয়ামী লীগ গণতন্ত্র ও জনতার সমাবেশ দেখলে ভয় পায় “রিজভী”

নিউ সিলেট ডেস্ক :::::::   আগামী ৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সিপাহী বিপ্লব দিবস’ উপলক্ষে বিএনপি সমাবেশ করেতে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা নভেম্বরের ৭ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম কিন্ত পুলিশ গড়িমসি করে অনুমিত দেয়নি। আসলে এইটা পুলিশের সিদ্ধান্ত নয়, সরকারের সিদ্ধান্ত। এর কারণ হল সরকার ৭ নভেম্বরকে ভয় পায়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র ও জনতার সমাবেশ দেখলে ভয় পায়। তারা মনে করে ৭ নভেম্বর সমাবেশের মাধ্যমে যদি সিপাহি বিপ্লবের চেতনা ছড়িয়ে পড়ে তাহলে তাদের এক কলমের খোঁচায় দেশের গণতন্ত্র যে শেষ হয়ে গিয়েছিল তা সবাই জেনে যাবে। এই ভয়ে তারা আমাদের সমাবেশের অনুমিত দেয়নি।’
দেশে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ নারীদের সম্মান দিতে জানে না। সব নারীর দিকে তাকালে শেখ হাসিনা মনে করেন সবাই খালেদা জিয়া। সে কারণেই দেশে নারীরা এখন বেশি নির্যাতিত হচ্ছে।’
তিনি বলেন, ‘সংসার সুখের হয় রমণীর গুনে, আবার ধ্বংস হয়ও রমণীর গুনে। তাই নারী দলকে নিজেদের সংসার সুখী করার জন্যে এগিয়ে আসতে হবে।’
৭ নভেম্বরের জন্ম হয়েছিল জনগণের মুক্তির জন্য এমন কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা কখনো বিএনপিকে সম্মেলন করতে দিবে না। কারণ তিনি পারলে ইতিহাস থেকে ৭ নভেম্বর মুছে ফেলতে চান।’
আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।



This post has been seen 362 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১