সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে গারোদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা অপরাধী, তাদের কঠোর শাস্তি পেতেই হবে।
তিনি বলেন, মাইনরিটিদের ওপর হামলা, প্রার্থনালয়, বাড়ি, মন্দির ভাঙচুরকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে। এসব কঠোরভাবেই মোকাবেলা করা হবে।
‘আমি আপনাদের বলতে চাই, ভয়কে জয় করতে হবে। উদ্বেগের কোন কারণ নেই। শেখ হাসিনা আপনাদের পাশে আছে। শেখ হাসিনার সরকার আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে দিবে না’ বলেন কাদের।
বনানী মডেল স্কুল মাঠে গারোদের ‘ওয়ানগালা’ (নবান্ন) উৎসব উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সংখ্যালঘুদের অভয় দিয়ে সেতুমন্ত্রী বলেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না, আপনাদেরও সমান অধিকার রয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান, মুসলমান সবাই সমান। মেজরিটি, মাইনরিটি দিয়ে না, নাগরিক হিসেবেই আমরা সবাই সমান।
গারোদের উদ্দেশ্যে কাদের বলেন, মাথা উঁচু করে সাহসের সঙ্গে বাঁচবেন, মাথা নীচু করবেন না। ভয়কে জয় করতে হবে, জীবনে সংগ্রাম করেই বাঁচতে হবে। মেঘ না থাকলে আকাশ হয় না, ঢেউ না থাকলে নদী না, আবার গর্জন না থাকলে সাগর হয় না। এটাই বৈচিত্র্য, মেঘও থাকবে, নীলাকাশও থাকবে। সেই বৈচিত্র্যের বাংলাদেশকেই আমরা সবাই ভালবাসি।
‘ওয়ানগালা’ উদযাপন পরিষদের নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ময়মনসিংহ-১ এর সাংসদ জুয়েল আরং, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং প্রমুখ।
এর আগে সকালে দেবতাদের পূজার মাধ্যমে গারোদের এ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, পাহাড়ি জুমচাষকে কেন্দ্র করে প্রতিবছর যা উদযাপিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি