সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: আওয়ামী লীগকে সরকারি শক্তি ব্যারাকে রেখে রাজনৈতিক শক্তি নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার বিকেলে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া স্মরণে’ আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘বিএনপি কোনো শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না। বিএনপির শক্তি বাংলাদেশের জনগণ। আর আপনাদের সরকারি শক্তি। যদি সামর্থ্য থাকে তবে সরকারি শক্তি ব্যারাকে রেখে রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামুন।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘জিয়াউর রহমান উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করতেন। আওয়ামী লীগ যদি জিয়ার রাজনৈতিক দর্শন অনুসরণ করতো তাহলে দেশে আরো অনেক এগিয়ে যেত। দেশ আজ সঙ্কটাপন্ন, কারণ তারা গণতন্ত্রের গলায় শিকল পড়িয়েছে।’
আলোচনা সভায় টেলিকনফারেন্সে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি জিয়াউর রহমান সম্পর্কে বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে আওয়ামী লীগসহ অন্যান্য দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। জিয়াই শিখিয়েছিলেন সমৃদ্ধ অর্থনীতির মাধ্যমে একটি দেশকে কিভাবে এগিয়ে নিতে হয়।’
বর্তমান সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন একটি কারাগার। দেশে এখন গণতন্ত্র অবরুদ্ধ। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জগদ্দল পাথর হয়ে বসা ক্ষমতাসীন সরকারকে সরাতে হবে।’
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ-সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান। ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল আহমদ ও সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি