ছায়েদুলের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়ঃ হানিফ

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

ছায়েদুলের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়ঃ হানিফ

নিউ সিলেট ডেস্ক ::::::   মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক হিন্দু ধর্মাবলম্বীদের কটাক্ষ করে বক্তব্য দিয়ে থাকলে তার প্রমাণ চেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
হানিফ বলেন, ‘তিনি ওই এলাকার ছয়বারের নির্বাচিত সাংসদ। এ ধরনের অযৌক্তিক, অগ্রহণযোগ্য মন্তব্য তিনি করেছেন এটা বিশ্বাসযোগ্য নয়। প্রমাণ দিতে পারলে ওনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় দলীয় নেতাদের বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘নাসিরনগরে হিন্দু ধর্মবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার পাঁচ দিনের ব্যবধানে আবার বাড়িঘরে হামলা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিহত করতে তারা দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারেনি। এই তিন নেতাকে সতর্ক করার জন্য সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়নি।’
শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে বহিষ্কারের মাধ্যমে এ ঘটনায় আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদেরে এমন বক্তব্যের পর হানিফের এই বক্তব্য এলো।
নাসিরনগরের ঘটনায় বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়েত বিভিন্ন সময় চোরাগোপ্তা হামলা করে সফল হতে না পেরে এখন চক্রান্তের নতুন চাল হিসেবে নাসিরনগরের হামলা করে নতুন কৌশল হাতে নিয়েছে। তারা শেষ পন্থা হিসেবে বেছে নিয়েছেন হিন্দুধর্মবলম্বীদের বাড়িঘরও উপাসনালয়ে হামলা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।



This post has been seen 338 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১