হিন্দুদের ওপর হামলায় সরকারের রাজনৈতিক দূরভিসন্ধিঃ জামায়াত

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

হিন্দুদের ওপর হামলায় সরকারের রাজনৈতিক দূরভিসন্ধিঃ জামায়াত

নিউ সিলেট ডেস্ক :::::    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি-ঘরে হামলা এবং ভাঙচুরের ঘটনার পেছনে দেখছে জামায়াত। সাম্প্রায়িক সন্ত্রাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলে দলটি। নাসিরনগরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে এর দায় স্বীকার করে প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগও চাওয়া হয়েছে বিবৃতিতে।
নাসিরনগরের হামলা ছায়েদুল হকের উপস্থিতি ছিল দাবি করে এই ঘটনাটি মন্ত্রীর সাথে ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে হয়েছে বলেও অভিযোগ করে জামায়াত। বলা হয়, ‘নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে, ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারাই দায়ী’।
নাসিরনগরের ঘটনায় প্রাণিসম্পদমন্ত্রী হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য ছুঁড়ে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছেন বলেও অভিযোগ করেছে জামায়াত। দলটির দাবি, মন্ত্রীর রহস্যজনক ভূমিকা এবং আওয়ামী লীগের স্থানীয় তিনজন নেতাকে দল থেকে বহিষ্কারের ঘটনায় অকাট্যভাবে প্রমাণ হয়েছে যে, নাসিরনগরের এ ঘটনা পরিকল্পিতভাবে সরকারি দলের লোকেরাই ঘটিয়েছে।



This post has been seen 365 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১